• Asharanda High School - Slide
  • Asharanda High School - Slide

অধ্যক্ষের বাণী


বিসমিল্লাহির রহামানির রহিম সকল প্রশংসা কেবল আল্লাহর

শিক্ষা একটি চলমান প্রক্রিয়া শিক্ষাই মানুষের আচরনের স্থায়ী এবং ইতিবাচক পরিবর্তন ঘটায় শিক্ষা কোন পণ্য নহে এটি অধিকার। মৌলিক চাহিদা গুলোর একটি অন্যতম চাহিদা হলো শিক্ষা । “মান সম্মত শিক্ষাদান” আশড়ন্দ উচ্চ বিদ্যালয় শিক্ষা পরিবারের একটি অঙ্গীকার । একাবিংশ শতাব্দির বৈশিক চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ মানব সম্পদরুপে গড়ে তোলার জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ । সময়ের চাহিদা পুরনের লক্ষ্যে বর্তমান সরকারের প্রনীত নতুন কারিকুলাম বাস্তবায়নে আমরা সর্বাত্নক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি । প্রচলিত  গতানুগতিক শিক্ষার মুলধারা হতে বেরিয়ে এসে সম্পুর্ন এক নতুন পদ্ধতির সাথে খাপ খাইয়ে নিতে শিক্ষক ও শিক্ষার্থীদের কিছুটা অসুবিধা হচ্ছে । তারপরেও মনে করি এই নতুন কারিকুলাম বাস্তবায়ন করা গেলে জাতি একদিন সুফল পাবেই পাবে । আমাদের সরকারের লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ার । আমরা ইতোমধ্যে সেই কাঙ্খিত লক্ষ্যে পৌছে গেছি । আমরা এখন এক Global Village এর বাসিন্দা। Global Village এর বাসিন্দা হিসাবে আজ “জ্ঞানই শক্তি”-এই ধারণা হতে বের হয়ে “তথ্যই শক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে “স্মার্ট বাংলাদেশ” গড়ার স্বপ্ন কে বাস্তবায়ন করতে আমরা দৃঢ় প্রত্যয়ী ।

  প্রিয় শিক্ষার্থী বৃন্দ,

অধ্যবসায় আর আন্তরিক প্রচেষ্টার ফলে একজন দুর্বল শিক্ষার্থীও সবল হয়ে উঠতে পারে । বর্তমানের এই আধুনিক ও প্রতিযোগিতার যুগে অলস ভাবে সময় ব্যয় করার কোন সুযোগ নাই । তা হলে  তুমি পিছিয়ে পড়বে-প্রতিযোগিতায় হেরে যাবে । পরিবর্তিত কারিকুলামে ক্লাস ফাঁকি দেওয়ার কোন সুযোগ নাই । আমার শিক্ষক তাঁর সবটুকু উজাড় করে দিয়ে তোমাদের শেখাবে । আর তা তোমাদেরকেই গ্রহন করতে হবে । এর কোন বিকল্প নাই । মনে রাখবে শিক্ষা যেমন তোমার অধিকার, তেমনি শিক্ষা গ্রহন করাও একমাত্র তোমারই কাজ ।

সম্মানিত অভিভাবকবৃন্দ,

আপনাদের জীবনের সর্বশ্রেষ্ট সম্পদ আপনাদের সন্তান । এই সন্তান গুলোকে যোগ্য,দক্ষ,সুনাগরিক ও ভালো মানুষ রুপে গড়ে তোলাও আপনাদের অন্তরের একান্ত লক্ষ্য হওয়াই স্বাভাবিক । আশড়ন্দ উচ্চ বিদ্যালয় শিক্ষা পরিবারের পক্ষ হতে আমি আপনার স্বপ্ন পুরনের প্রতিশ্রুতি দিচ্ছি এবং সেই দায়িত্বও গ্রহন করছি । সেই সাথে আপনাদের সর্বাত্নক সহযোগিতাও চাচ্ছি । আপনার সন্তানের প্রতিদিনের পড়া, বাড়ীর কাজ এবং শিক্ষকের মতামত/মন্তব্য ইত্যাদি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বিদ্যালয়ের একজন দায়িত্বশীল উন্নয়ন সহযোগী হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি । সম্মিলিত প্রচেষ্টা ছাড়া মান সম্মত শিক্ষা ও কাঙ্খিত ফলাফল আশা করা যায় না । শিক্ষার গুনগতমান,সুষ্ঠ পরিবেশ এবং ছাত্র/ছাত্রীদের নৈতিক চরিত্র গঠনে সম্মানিত অভিভাবক ও সুধীজনের সহযোগিতা একান্তভাবে কামনা করছি ।

 

মোঃ লুৎফর রহমান

প্রধান শিক্ষক

আশড়ন্দ উচ্চ বিদ্যালয়