• Asharanda High School - Slide
  • Asharanda High School - Slide
Md Lutfor Rahman, Head Teacher

মোঃ লুৎফর রহমান

প্রধান শিক্ষক

বিসমিল্লাহির রহামানির রহিম । সকল প্রশংসা কেবল আল্লাহর ।

শিক্ষা একটি চলমান প্রক্রিয়া । শিক্ষাই মানুষের আচরনের স্থায়ী এবং ইতিবাচক পরিবর্তন ঘটায় । শিক্ষা কোন পণ্য নহে এটি অধিকার। মৌলিক চাহিদা গুলোর একটি অন্যতম চাহিদা হলো শিক্ষা । “মান সম্মত শিক্ষাদান” আশড়ন্দ উচ্চ বিদ্যালয় শিক্ষা পরিবারের একটি অঙ্গীকার । একাবিংশ শতাব্দির বৈশিক চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ মানব সম্পদরুপে গড়ে তোলার জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ । সময়ের চাহিদা পুরনের লক্ষ্যে বর্তমান সরকারের প্রনীত নতুন কারিকুলাম বাস্তবায়নে আমরা সর্বাত্নক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি । প্রচলিত  গতানুগতিক শিক্ষার মুলধারা হতে বেরিয়ে এসে সম্পুর্ন এক নতুন পদ্ধতির সাথে খাপ খাইয়ে নিতে শিক্ষক ও শিক্ষার্থীদের কিছুটা অসুবিধা হচ্ছে । তারপরেও মনে করি এই নতুন কারিকুলাম বাস্তবায়ন করা গেলে জাতি একদিন সুফল পাবেই পাবে । আমাদের সরকারের লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ার । আমরা ইতোমধ্যে সেই কাঙ্খিত লক্ষ্যে পৌছে গেছি । আমরা এখন এক Global Village এর বাসিন্দা। Global Village এর বাসিন্দা হিসাবে আজ “জ্ঞানই শক্তি”-এই ধারণা হতে বের হয়ে “তথ্যই শক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে “স্মার্ট বাংলাদেশ” গড়ার স্বপ্ন কে বাস্তবায়ন করতে আমরা দৃঢ় প্রত্যয়ী ।

  প্রিয় শিক্ষার্থী বৃন্দ,

অধ্যবসায় আর আন্তরিক প্রচেষ্টার ফলে একজন দুর্বল শিক্ষার্থীও সবল হয়ে উঠতে পারে । বর্তমানের এই আধুনিক ও প্রতিযোগিতার যুগে অলস ভাবে সময় ব্যয় করার কোন সুযোগ নাই । তা হলে  তুমি পিছিয়ে পড়বে-প্রতিযোগিতায় হেরে যাবে । পরিবর্তিত কারিকুলামে ক্লাস ফাঁকি দেওয়ার কোন সুযোগ নাই । আমার শিক্ষক তাঁর সবটুকু উজাড় করে দিয়ে তোমাদের শেখাবে । আর তা তোমাদেরকেই গ্রহন করতে হবে । এর কোন বিকল্প নাই । মনে রাখবে শিক্ষা যেমন তোমার অধিকার, তেমনি শিক্ষা গ্রহন করাও একমাত্র তোমারই কাজ ।

সম্মানিত অভিভাবকবৃন্দ,

আপনাদের জীবনের সর্বশ্রেষ্ট সম্পদ আপনাদের সন্তান । এই সন্তান গুলোকে যোগ্য,দক্ষ,সুনাগরিক ও ভালো মানুষ রুপে গড়ে তোলাও আপনাদের অন্তরের একান্ত লক্ষ্য হওয়াই স্বাভাবিক । আশড়ন্দ উচ্চ বিদ্যালয় শিক্ষা পরিবারের পক্ষ হতে আমি আপনার স্বপ্ন পুরনের প্রতিশ্রুতি দিচ্ছি এবং সেই দায়িত্বও গ্রহন করছি । সেই সাথে আপনাদের সর্বাত্নক সহযোগিতাও চাচ্ছি । আপনার সন্তানের প্রতিদিনের পড়া, বাড়ীর কাজ এবং শিক্ষকের মতামত/মন্তব্য ইত্যাদি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বিদ্যালয়ের একজন দায়িত্বশীল উন্নয়ন সহযোগী হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি । সম্মিলিত প্রচেষ্টা ছাড়া মান সম্মত শিক্ষা ও কাঙ্খিত ফলাফল আশা করা যায় না । শিক্ষার গুনগতমান,সুষ্ঠ পরিবেশ এবং ছাত্র/ছাত্রীদের নৈতিক চরিত্র গঠনে সম্মানিত অভিভাবক ও সুধীজনের সহযোগিতা একান্তভাবে কামনা করছি ।

 

মোঃ লুৎফর রহমান

প্রধান শিক্ষক

আশড়ন্দ উচ্চ বিদ্যালয়